গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) লিটন মল্লিককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বিনানুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার পাশাপাশি তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার নামে অর্থ গ্রহণ করেছিলেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, লিটন মল্লিক গত বছরের ৫ আগস্ট থেকে খাগড়াছড়ি গণপূর্ত ই/এম উপ-বিভাগে অনুপস্থিত ছিলেন। ঢাকার মিরপুরের গণপূর্ত ই/এম উপ-বিভাগ-১৫-এ অবস্থানকালে তিনি চাকরি দেওয়ার নামে অর্থ গ্রহণের অভিযোগে চেক ডিজঅনার মামলায় খুলনার প্রথম আদালতের যুগ্ম মহানগর দায়রা জজের কারাদণ্ডপ্রাপ্ত হন।আরও পড়ুনআরও পড়ুনসোহরাওয়ার্দী মেডিকেলের শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (ই/এম)...