অধিনায়ক জিওভান্নি দি লরেন্সো শুরুর দিকেই লাল কার্ড দেখায় বাধ্য হয়ে রক্ষণে মনোযোগ বাড়ায় নাপোলি। তবে ম্যানচেস্টার সিটিকে আটকাতে পারেনি তারা। পুরোটা সময় আধিপত্য করে অনায়াস জয় পেয়েছে পেপ গুয়ার্দিওলার দল। ইতিহাদ স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ২-০ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগে নতুন অভিযান শুরু করেছে ২০২২-২৩ আসরের চ্যাম্পিয়নরা। আর্লিং হলান্ড দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান জেরেমি ডোকু। আক্রমণ সামলাতে গিয়ে বড় ভুলটা করে বসেন নাপোলির অধিনায়ক জিওভান্নি দি লরেন্সো। তাতে তার দলের পরিকল্পনা পুরোপুরি এলোমেলো হয়ে যায়। ২১তম মিনিটে গোলরক্ষককে একা পেয়ে যান হলান্ড, তখন ডি-বক্সের বাইরে তাকে ফাউল করে বসেন দি লরেন্সো। ভিএআর মনিটরে দেখে ইতালিয়ান ডিফেন্ডারকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। এই ঘটনায় কেভিন ডে ব্রুইনের সিটির আঙিনায় প্রতিপক্ষ রূপে ফেরার অধ্যায়টা খুব ছোট হয়ে যায়; রক্ষণকে শক্তিশালী...