জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে সমস্যা হলে গণভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “বিএনপি জনতার ওপরে আস্থা রাখতে পারছে না কেন? আপনারা পিআর প্রশ্নে গণভোট দেন। জনতা যদি পিআরের পক্ষে মত না দেয় তাহলে আমরাও আর দাবি করব না।”পিআর নির্বাচন আয়োজন, গণহত্যার বিচার ও ফ্যাসিবাদের দোসর জাপাসহ অন্যদের বিচারের আওতায় আনা এবং বিচারকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণাসহ পাচ দাবিতে বৃহস্পতিবার বায়তুল মোকাররমে আয়োজিত গণমিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।জামায়াতসহ সমমনা দলগুলোর যুগপৎ কর্মসূচিতে প্রথম রাজপথে নামে দলটি। আলাদা আলাদা কর্মসূচি হলেও জামায়াতসহ অন্যদলগুলোর পাচ দফা দাবি ও কর্মসূচি অভিন্ন। বিকেলে একই দাবিতে বায়তুল মোকাররম এলাকায় পৃথক ব্যানার নিয়ে মিছিল ও সমাবেশ করেছে দলুগলো।সমাবেশে ফয়জুল করীম বলেন,...