শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ডার দুনিথ ওয়েল্লালাগে মাঠে লড়ছিলেন দেশের জার্সি গায়ে, অথচ একই সময়ে পরিবারে নেমে আসে দুঃসংবাদ। কলম্বোতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার বাবা সুরাঙ্গা ওয়েল্লালাগে। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই মাঠে ছিলেন মাত্র ২২ বছর বয়সী এই প্রতিশ্রুতিশীল ক্রিকেটার। প্রথমে ব্যাট করে আফগানরা তোলে ৮ উইকেটে ১৬৯ রান। ইনিংসের শেষ ওভারে দুনিথ ওয়েল্লালাগের বলেই টানা চারটি ছক্কা হাঁকিয়ে মাত্র ১৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন মোহাম্মদ নবী। শেষ ওভারে একাই নেন ৩২ রান। শেষ পর্যন্ত নবী ২২ বলে ৫৯ রান করে আউট হন। খরুচে হলেও ওয়েল্লালাগে চার ওভারে ৪৯ রান খরচায় একটি উইকেট শিকার করেছিলেন। তার ব্যক্তিগত...