যাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে পূর্বপুরুষরা সতর্ক করে গেছেন, যাদের কাছে সাহাবায়ে কেরামের সম্মান নিরাপদ নয় তাদের সঙ্গে নির্বাচনী জোটবদ্ধ হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।জামায়াতকে ইঙ্গিত করে বাবুনগরী বলেন, “আগামী নির্বাচনে এমন কারো সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না যাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে আমাদের পূর্বপুরুষরা সতর্ক করে গেছেন।”“আপনারা তাদের সঙ্গে জোটবদ্ধ হবেন না, যাদের কাছে সাহাবায়ে কেরামের সম্মান নিরাপদ নয়, নবীজী বলেছেন, আমি আর আমার সাহাবারা যে পথ ও পন্থার ওপর আছি, সেটাই মুক্তির একমাত্র পথ।”তাই সহি আকিদার সব দল জোটবদ্ধভাবে ইসলামের খেদমত করার আহ্বান জানান তিনি।যাদের মাধ্যমে ইসলামের ক্ষতি...