চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে উপ-সহকারী প্রকৌশলী লিটন মল্লিককে চাকরি থেকে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপ-সহকারী প্রকৌশলী লিটন মল্লিক খাগড়াছড়ি গণপূর্ত ই/এম উপ বিভাগ থেকে ০৫/০৮/২০২৪ তারিখ থেকে বিনানুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ ছাড়া তিনি বিভিন্ন জনের কাছ থেকে চাকরি দেওয়ার নামে অর্থ গ্রহণ করেন এবং চেক ডিজঅনার মামলায় যুগ্ম মহানগর দায়রা জজ, ১ম আদালত খুলনা কর্তৃক কারাদন্ডের আদেশ প্রদানের তারিখ ০৪/০৩/ ২০২৫ থেকে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৩৯ (২) ধারা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা করা হয়। সাবেক উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) লিটন মল্লিক, (সাময়িক বরখাস্তকৃত), গণপূর্ত ই/এম উপ-বিভাগ-১৫, মিরপুর, ঢাকা ও বর্তমানে উপ-সহকারী প্রকৌশলী (ই/এম), খাগড়াছড়ি...