হামাসের এক শীর্ষ কর্মকর্তা গাজা সংকটের আলোচনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে তীব্র অভিযোগ করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে গাজায় যুদ্ধবিরতির সম্ভাব্য আলোচনায় যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের পাশে থাকার অভিযোগ করেন হামাস নেতা গাজি হামাদ। এটি হামাসের পক্ষ থেকে দোহায় ইসরায়েলি হামলার পর ৯ সেপ্টেম্বরের প্রথম প্রকাশ্য বক্তব্য। হামাদ বলেন, ‘আমাদের যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে মধ্যস্থতার অভিজ্ঞতা তিক্ত। আমরা দীর্ঘ সময় ধরে তাদের প্রস্তাব নিয়ে আলোচনা করেছি, বিশেষ করে আমেরিকান দূত স্টিভ উইটকফের সঙ্গে।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র প্রশাসন দুটি বড় ভুল করেছে। প্রথমত, তারা বিশ্বাসযোগ্য ছিল না। আমরা প্রতিবার তাদের সঙ্গে আলোচনা করলে তারা প্রস্তাব দেয় এবং পরে তা প্রত্যাহার করে। তারা সম্পূর্ণভাবে ইসরায়েলের সঙ্গে জড়িত, গাজায় আগ্রাসনের ক্ষেত্রে ইসরায়েলের নীতি ও অবস্থান গ্রহণ করেছে।’ হামাদ দ্বিতীয় ভুল হিসেবে উল্লেখ...