সাম্প্রতিক বছরগুলোতে এশিয়ান দল হিসেবে দুর্দান্ত ক্রিকেট খেলেছে আফগানিস্তান। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলংকাকে হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে আফগানরা। এশিয়া কাপের চলতি আসরেও ভালো ক্রিকেট খেলে আফগানিস্তান। পরপর দুই ম্যাচে বাংলাদেশ এবং শ্রীলংকার বিপক্ষে হারলেও ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই করেছে তারা। কিন্তু টানা দুই হারে এশিয়া কাপের সুপার ফোরের আগেই বিদায় নিশ্চিত হয়ে গেলো আফগানদের। বৃহস্পতিবার শ্রীলংকার বিপক্ষে হারের পর আফগান অধিনায়ক রশিদ খান বলেন, ‘গত তিন বছর ধরে, আমরা অনেক আইসিসি ইভেন্ট এবং এশিয়া কাপ খেলেছি। প্রতিটি টুর্নামেন্টের জন্য আমাদের দুর্দান্ত প্রস্তুতি ছিল। এবারের এশিয়া কাপেও সতীর্থদের কাছ থেকে আমি অনেক বেশি আশা করেছিলাম। সুপার ফোরের আগে এভাবে বিদায় নিতে হবে কল্পনাও করিনি।’ তিনি আরও বলেন, ‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা সেমিফাইনালে খেলেছি। এবারের...