শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নিওনেটোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. নেয়ামত হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি কাজের বিষোদগার ও স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অশালীন পোস্ট করার অভিযোগে এই মামলা করা হয়। গত ৮ সেপ্টেম্বর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মো. নেয়ামত হোসেন সরকারি কাজে বিঘ্ন ঘটাতে অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন উপায়ে চাঁদা আদায় করছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য আপলোড, কমেন্ট, লাইক ও শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০২০ লঙ্ঘন করেছেন। নেয়ামত হোসেনের এসব কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) মোতাবেক অসদাচরণ হিসেবে গণ্য। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নেয়ামত...