শ্রীলঙ্কার ক্রিকেটার দুনিথ ওয়েল্লালাগের বাবা সুরাঙ্গা ওয়েল্লালাগে হৃদরোগে আক্রান্ত হয়ে কলম্বোতে মারা গেছেন। নিশ্চিত করেছে নিউজওয়্যার, লঙ্কানসারাসহ শ্রীলঙ্কার বেশ কয়েকটি গণমাধ্যম। দুনিথ শ্রীলঙ্কার হয়ে এশিয়া কাপে অংশ নিতে দুবাইয়ে অবস্থান করছেন। ২২ বছর বয়সী এই অলরাউন্ডার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিতে একাদশেও ছিলেন। যদিও দল জিতেছে। কিন্তু এদিন বেশ তিক্ত অভিজ্ঞতা হয়েছে ওয়েল্লালাগের। শেষ ওভারে তাকে পাঁচটি ছক্কা হাঁকান মোহাম্মদ নবি। ম্যাচ শেষ...