১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ এএম দুনিথ ভেল্লালাগের জন্য দিনটি এর চেয়ে বিমর্ষ আর বেদনাবিধুর আর হতে পারতো না। মাঠে দিনটা ভাল যায়নি। এই স্পিনারের করা ইনিংসের শেষ ওভারে আফগানিস্তানের মোহাম্মদ নবী ৩১ রান তুলে নেন, সব মিলিয়ে সেই ওভারে হয়েছে ৩২ রান। তবে সেটি চাপিয়ে ম্যাচ শেষে পাওয়া দুঃসংবাদ এ প্রতিভাবান লংকান স্পিকার স্পিনারকে তো বটেই, পুরো শ্রীলঙ্কা দলে আমি এনেছে শোকের আবহ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পরই বাবার মৃত্যুর খবর পেয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার দুনিত ভেল্লালাগে। হৃদ্রোগে মারা গেছেন তাঁর বাবা সুরাঙ্গা ভেল্লালাগে। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে শ্রীলঙ্কান সংবাদমাধ্যম নিউজওয়ার। এশিয়া কাপ কাভার করতে আবুধাবিতে থাকা শ্রীলঙ্কান সাংবাদিকেরাও বিষয়টি নিশ্চিত করেছেন। ৫৪ বছর বয়সী সুরাঙ্গা নিজেও একজন ক্রিকেটার ছিলেন। ঘটনাটি ঘটে আফগানিস্তানের বিপক্ষে...