ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা অঞ্চলে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। নিহত সেনাদের মধ্যে মেজর ওমরি চাই বেন মোসে ছিলেন কোম্পানি কমান্ডার। বাকি তিনজন—লেফটেনেন্ট ইরান সেলাম, লেফটেনেন্ট ইতান আভনার বেন ইজহাক ও লেফটেনেন্ট রোন আরিলি—ক্যাডেট ছিলেন। তাদের মৃত্যুতে লেফটেন্যান্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছে।আরও পড়ুনআরও পড়ুনইসরায়েল ছাড়ছে লাখো মানুষ, বেড়েছে অভিবাসন সংকট প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনাটি সকাল ৯টা ৩০ মিনিটের দিকে রাফার জেনিনা এলাকায় ঘটেছে। তখন একটি ডি৯ সাঁজোয়া বুলডোজার রাস্তা পরিষ্কার করছিল এবং এর পেছনে দুটি হামভি গাড়ি যাচ্ছিল। হঠাৎ একটি হামভি রাস্তা থেকে সরে গেলে বিস্ফোরকটি ধ্বংসাত্মকভাবে আঘাত করে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, অন্য দুজনের অবস্থা...