রাজধানী ঢাকা শহরসহ দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তিনি জানান, রাত ১২টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৬টার মধ্যে দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। এর মধ্যে রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনিসংহ, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে ঢাকা বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, ময়মনিসংহ বিভাগের জামালপুর, ময়মনসিংহ, খুলনা বিভাগের কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, যশোর, বরিশাল বিভাগের উত্তর দিকের জেলাগুলো, চট্রগ্রাম বিভাগের চাঁদপুর, কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার,...