জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ব্যতীত জাতীয় নির্বাচন শহীদের রক্তের সাথে বেইমানি। আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে।হিন্দুস্তানের সামনে আর মাথা নত করা যাবে না। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ৭ দফা দাবিতে জাগপা আয়োজিত বিজয় নগর পানির ট্যাংক থেকে পল্টন মোড় হয়ে বিক্ষোভ মিছিল প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন আয়োজন করতে হবে। হিন্দুস্তানী অপরাজনৈতিক দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার আর কোনো অধিকার নেই। আমরা বাংলার মাটিতে আর নতুন কোন স্বৈরাচার ফ্যাসিজম দেখতে চাই না। হিন্দুস্তানী আপা জাপা ১৪ দল নিষিদ্ধ করে জনগণের দাবি পিআর পদ্ধতিতে...