যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে একমত নন। বৃহস্পতিবার যুক্তরাজ্য সফরকালে এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, “ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে আমার প্রধানমন্ত্রীর সঙ্গে মতপার্থক্য আছে। তবে এটি আমাদের মধ্যে গুটিকয়েক ভিন্নমতের মাত্র একটি।” স্টারমারের এ বিষয়টি নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে ট্রাম্পকে জিজ্ঞেস করা হলে তিনি এ বিষয়ে নিজের দ্বিমতের কথা জানালেও স্টারমারকে সিদ্ধান্ত বদলানোর আর্জি জানানো থেকে বিরত থাকেন। টাইমস এক খবরে জানিয়েছে, ট্রাম্পের যুক্তরাজ্য সফর শেষে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতির ঘোষণা দেওয়া হবে বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পরিকল্পনা করেছেন। এর আগে স্টারমার বলেছিলেন, গাজার মানবিক পরিস্থিতি উন্নয়নে ইসরায়েল কিছু শর্ত না মানলে তিনি এ মাসেই নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবেন।...