এশিয়া কাপ টি-টুয়েন্টিতে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ হারিয়েছে শ্রীলঙ্কা। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে লঙ্কানরা সুপার ফোরে ওঠার পাশাপাশি নিশ্চিত করেছে বাংলাদেশেরও সুপার ফোরে খেলা। বাংলাদেশের সুপার ফোরে খেলতে এই ম্যাচে আফগানিস্তানকে হারাতে হত লঙ্কানদের। জয়ের বিকল্প ছিল না আফগানদেরও। বাঁচামরার ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়ে ৮ উইকেটে ১৬৯ রান তোলে আফগানরা। শ্রীলঙ্কা এই রান টপকে গেছে ৮ বল হাতে রেখে। গ্রুপপর্বের তিন ম্যাচ জিতে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন। তিন ম্যাচের দুটিতে জিতে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ৩ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব থেকে বাদ পড়েছে আফগানিস্তান। তিন ম্যাচের কোনোটিতেই না জিতে খালি হাতে ফিরতে হয়েছে হংকংকে। ‘এ’ গ্রুপের সুপার ফোরে খেলা দুটি দলও ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে। ভারত ও পাকিস্তান গ্রুপটি থেকে সুপার...