বর্তমান সংকটময় সময়ে যখন জাতি বিভ্রান্তি, অন্যায় ও অস্থিরতার শিকার, তখন ইসলামি দলগুলোর পথ ও কর্মপদ্ধতি নির্ধারণে হাক্কানি আলেমদের পরামর্শ ও দিকনির্দেশনা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। ইসলামি দলগুলো যদি দ্বীনদার, নিরপেক্ষ ও অভিজ্ঞ আলেমদের পরামর্শ মোতাবেক রাজনৈতিক সিদ্ধান্ত নেয়, তাতে ইসলাম, মুসলমান, দেশ ও জাতির প্রকৃত কল্যাণ নিহিত থাকবে, এমনটাই বিশ্বাস করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে জাতীয় উলামা সমাবেশে এসব বলা হয়। এতে প্রধান ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মহিব্বুল্লাহ বাবুনগরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তুল মোদারেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দীন। আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা খলিল আহমদ কুরাইশী, পটিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা আবু তাহের নদবী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী,...