বগুড়া জেলার সদর উপজেলায় আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া তিনটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকঝপু জিগাতলা গ্রামে ওই তিন পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী, রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন। এ ছাড়া...