এলাকার মানুষ অভিযোগ করেন, পৌরসভার পক্ষ থেকে ‘রাধানগর পৌর প্রাথমিক বিদ্যালয়’ নামে একটি বিদ্যালয় স্থাপন করতে সাইনবোর্ড টানানো হয়। সরকারি জায়গার উপর এ সাইনবোর্ড ছিল। কিন্তু এখন এখানে ব্যক্তিগতভাবে দোকান উঠানো হয়েছে। বেশ কিছু সরকারি জায়গাও ভরাট করে ফেলা হয়েছে। এতে করে এখানে যে স্কুল করার পরিকল্পনা ছিল সেটি ভেস্তে যাবে। তারা জানান, সাবেক মেয়রের সঙ্গে আলোচনার মাধ্যমেই এখানে থাকা পুকুর ও জলাশয়ের জায়গা একটি পক্ষ ভরাট করে। তখন কথা ছিল ১০ শতাংশ জায়গার উপর প্রাথমিক বিদ্যালয় হবে। কিন্তু এখন আর এর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক ও মো. ওয়াসিম নামে দুই যুবক জানান, মালিকানার পাশাপাশি বেশ কিছু সরকারি জায়গা দখল করে ফেলা হয়েছে। আন্দোলনের ডাক দেওয়ায় হয়রানি করা হচ্ছে। আমরা চাই সরকারি জায়গা দখলমুক্ত করে...