প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিনটি রাজনৈতিক দলের চার নেতার সফরসঙ্গী হওয়া দেশের নির্বাচন কেন্দ্রিক কোনো মধ্যস্থতা বা আলোচনার জন্য নয় বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, বর্তমান সরকারের অংশীজন হিসেবে তারা আসন্ন নিউইয়র্ক সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন প্রেস সচিব।শফিকুল আলম বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা এখনো চলছে। এই আলোচনার মাধ্যমেই রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান আসবে।ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কয়েক দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের বিক্ষোভ কর্মসূচি চলছে। এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘আমরা আশাবাদী যে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমেই সবকিছুর সমাধান হবে।’আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের...