এশিয়া কাপ চলাকালে নতুন করে বিতর্কে জড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্টে একাধিক নিয়ম ভাঙা ও অসদাচরণের অভিযোগে আইসিসি পিসিবির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বলে জানানো হয়েছে। বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সঙ্গে পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলি আগা ও প্রধান কোচ মাইক হেসনের বৈঠক অনুষ্ঠিত হয়। অভিযোগ উঠেছে, পিসিবির মিডিয়া ম্যানেজার নাঈম গিলানি বৈঠকটি মোবাইল ফোনে রেকর্ড করেছেন। অথচ আইসিসি’র ‘Players and Match Officials Area (PMOA)’ প্রোটোকল অনুযায়ী এ ধরনের বৈঠকে রেকর্ডিং সম্পূর্ণ নিষিদ্ধ। আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা ই-মেইলে পিসিবিকে সতর্ক করে বলেছেন, ম্যাচডেতে বারবার পিএমওএ নিয়ম ভাঙার অভিযোগ প্রমাণিত হয়েছে। এর আগে ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময় করমর্দন না হওয়া নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছিল। পাকিস্তান পক্ষ থেকে দাবি করা...