হারলেই বিদায় নিশ্চিত। জিতলে এশিয়া কাপের সুপার ফোরে খেলার সুযোগ থাকবে। এমন কঠিন সমীকরণের ম্যাচে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। শ্রীলংকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি এশিয়ার এই উঠতি দলটি। ইনিংসের শুরু থেকে সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। প্রথম ৬ ব্যাটসম্যানের কেউই উইকেটে থিতু হতে পারেননি। আরও সহজ করে বললে; প্রথম সারির ৬ ব্যাটসম্যানের কেউই ২৪ রানের বেশি করতে পারেননি। ২৭ বল খেলে মাত্র ২৪ রান করে ফেরেন ইবরাহিম জাদরান। ৮ বলে ১৪ রানের ইনিংস খেলে ফেরেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ১৪ বলে ১৮ রান করেন আরেক ওপেনার সাদেকুল্লাহ অটল। ৩ বলে ১ রানে ফেরেন ওয়ান ডাউনে নামা করিম জানাত। ১৬ বলে মাত্র ৯ রানে ফেরেন দারউস...