১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ এএম নির্বাচিত রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত দেশের অস্থিতিশীল অবস্থা কাটবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে গিয়ে দেশে একটা রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে পারব একটা নির্বাচিত সরকার জনগণের সমর্থন নিয়ে যাদের সব রাষ্ট্রের সব অঙ্গগুলো যারা রাজনৈতিক শক্তির অধীনে নিয়ন্ত্রিত থাকতে পারে সেটা তো একমাত্র নির্বাচিত সরকার ব্যতীত সম্ভব না। তা না হলে এই ধরনের ঘটনা তো ঘটতেই থাকবে, অস্থিতিশীল অবস্থা কাটবে না।গতকাল বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিলে মহানগর প্রজেক্টে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় তাকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় আমীর খসরু তার সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। পরে...