‘পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যিনি দলের প্রতি ইমান হারাননি, দলের নির্দেশনা ভঙ্গ করেননি এবং তার জন ও গণভিত্তি রয়েছে আগামী নির্বাচনে দল এ রকম একজন মানুষকেই মনোনয়ন দেবেন বলে আমি বিশ্বাস করি। ’ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে শিবচর পৌর এলাকার স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় নব গঠিত উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা সোহেল রানা এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একেবারে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সমর্থক রয়েছে। আগামী নির্বাচনে মাদারীপুর-১ আসনে দলের সর্বোচ্চ নীতিনির্ধারক ফোরাম এবং দেশ নায়ক তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন দলের সবাই একযোগে তার জন্য কাজ করবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিবচর বিএনপিকে সুসংগঠিত করতে আমরা দৃঢ়ভাবে কাজ করে যাবো। আমাদের মধ্যে যে ভেদাভেদ...