এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষে নির্ধারিত হয়েছে সুপার ফোরে ওঠা চার দল। গ্রুপ ‘এ’ থেকে ভারত ও পাকিস্তানই যাচ্ছে এবং গ্রুপ ‘বি’ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ জায়গা করে নিয়েছে পরের রাউন্ডে। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। চারিথ আশালঙ্কাদের সেই জয়ে সঙ্গী হয়েছে বাংলাদেশও। লিটন দাসের নেতৃত্বাধীন দল তাই পাচ্ছে সুপার ফোরে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ। বাংলাদেশের সামনে এখন আরও বড়...