দুনিথ ভেল্লালাগের দিনটা এর চেয়ে খারাপ আর হতেই পারত না। মাঠে শ্রীলঙ্কার হয়ে নেমেছিলেন, তবে শেষ ওভারে ৩২ রান দিয়ে তিনি আরেকটু হলে ভিলেনই বনে যাচ্ছিলেন! তবে তার চেয়ে বড় দুঃসংবাদটা তিনি পেয়েছেন কিছুক্ষণ পর। তার বাবা সুরাঙ্গা ভেল্লালাগে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন। তাতে তার পরিবার তো বটেই, লঙ্কান ক্রিকেটেও নেমে এসেছে গভীর শোকের ছায়া। ঘটনাটি ঘটে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচ চলাকালীন। টেলিভিশনে খেলা দেখছিলেন সুরাঙ্গা। সেই সময় দুনিথের করা শেষ ওভারে মোহাম্মদ নবী পরপর পাঁচটি ছক্কা মারেন। শ্রীলঙ্কান সংবাদ মাধ্যম লাঙ্কাসারা বলছে, সে ওভার দেখে প্রচণ্ড চাপ আর মানসিক আঘাতের মধ্যে বুকে তীব্র ব্যথা অনুভব করেন সুরাঙ্গা। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও আর বাঁচানো যায়নি। এই দুঃসংবাদ ছড়িয়ে পড়তেই শ্রীলঙ্কার ক্রিকেট মহলে নেমে আসে শোকের ছায়া। অনেকে...