যাদের বিষয়ে ‘পূর্বপুরুষরা’ সতর্ক করে গেছেন, তাদের সঙ্গে কোনো জোট না করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৃহস্পতিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন ২০২৫' এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, "যাদের বিষয়ে আমাদের পূর্বপুরুষেরা আমাদেরকে সতর্ক করে গেছেন এবং অসংখ্য বইপুস্তকে যাদের ভ্রান্ত মতাদর্শ তুলে ধরেছেন, আল্লাহর ওয়াস্তে তাদের সাথে আপনারা কোনো অবস্থাতেই জোট করবেন না। "যাদের কাছে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম ও সাহাবায়ে কেরাম রাজিয়াল্লাহু আনহুম আজ্বমাঈনের শান ও সম্মান নিরাপদ নয়, তারা কখনোই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারেন না।" জাতির এই 'সংকটময় মুহূর্তে' এ রকম জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আয়োজন করায় আয়োজক সংগঠন জমিয়তে...