ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, গত দুই বছরে দেশটি ছেড়ে চলে গেছেন এক লাখ ৩৭ হাজারের বেশি ইসরায়েলি। এ সংখ্যা নতুন আগতদের প্রায় দ্বিগুণ। প্রতিবেদনে বলা হয়, শুধু গত বছরই ৮২ হাজারের বেশি মানুষ দেশ ছেড়েছেন, আর নতুন করে এসেছেন মাত্র ৩১ হাজার। ২০২৩ সালে ইসরায়েল ছেড়েছিলেন প্রায় ৫৫ হাজার মানুষ, বিপরীতে এসেছিলেন ৪৬ হাজার। সর্বশেষ হিসাব অনুযায়ী, ইহুদি নববর্ষের প্রাক্কালে ইসরায়েলের জনসংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। গত এক হিব্রু বছরে জনসংখ্যা বেড়েছে ১ দশমিক ২ শতাংশ, যা আগের বছরের ১ দশমিক ৬ শতাংশের তুলনায় কম।আরও পড়ুনআরও পড়ুনমিসাইল প্রতিরক্ষায় ‘আয়রন বিম’ লেজার ঘোষণা করল ইসরাইল পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েলের মোট জনসংখ্যার ২১ দশমিক ৪ শতাংশ ফিলিস্তিনি (১৯৪৮ সালে দখলকৃত ভূখণ্ডের বাসিন্দা), আর ৭৮ দশমিক ৬ শতাংশ ইহুদি ও অন্যান্য জনগোষ্ঠী। এছাড়া, বিদেশি...