যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজনে সেনাবাহিনী ব্যবহার করে হলেও যুক্তরাজ্যের সীমান্ত নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। বৃহস্পতিবার চেকার্সে যৌথ সংবাদ সম্মেলনে ‘দ্য সান’ পত্রিকার এক সাংবাদিক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রে “লাখো মানুষকে” অনিয়ন্ত্রিতভাবে প্রবেশ করতে দেখেছেন, যা তার ভাষায় “দেশকে ভেতর থেকে ধ্বংস করে।” “আমি এটা দেখে থাকতে পারিনি। এটা খুব কঠিন কাজ, কিন্তু তাদের ফিরিয়ে দেওয়া ছাড়া আমার আর কোনও উপায় ছিল না,” বলেন তিনি যুক্তরাজ্যের প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমি প্রধানমন্ত্রীকে বলেছি, আমি এটা থামিয়ে দিতাম। সেনা ডাকলেও সেটি কোনও ব্যাপার না,...