যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই আর্ন্তজাতিক বিমানবন্দরে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি মেরামত করতে না পেরে যাত্রীদের অন্য একটি ফ্লাইটে দেশে পাঠানো হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই রিজিওনাল ম্যানেজার সাকিয়া সুলতানা বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিত্যক্ত বোয়িং-৭৮৭-৮ এয়ারক্রাফটটির কুলিং সিস্টেম কাজ না করায় আমরা এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছি।” তিনি বলেন, নিয়মিত এয়ারক্র্যাফটের পরিবর্তে একটি সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ দেওয়া হচ্ছে। তাতে মঙ্গলবার থেকে আটকে থাকা ১৭৮ জন যাত্রীর পাশাপাশি বৃহস্পতিবারের নির্ধারিত ফ্লাইটের যাত্রীদের একসঙ্গে দেখে পাঠানো যাবে। এই উড়োজাহাজের ধারণ ক্ষমতা ৪১৯ জন। বোয়িং ৭৭৭-৩০০ উড়োজাহাজটি ঢাকা থেকে এসে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় দুবাই পৌঁছেছে। সেটি রাত ১২টা ৫ মিনিটে ফ্লাইট বিজি-২৪৮ নাম নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে। শুক্রবার সকাল ৬টা ৫০ মিনিটে উড়োজাহাজটি সিলেটে পৌঁছাবে...