নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের জন্য ‘নির্বাচন কমিশন সার্ভিস’ চালুর পথ খুলতে আইন সংশোধনের প্রস্তাবে সম্মতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্য দিয়ে ইসি কর্মকর্তাদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হতে যাচ্ছে, কারণ সংশোধিত আইন কার্যকর হলে ইসি সচিবালয়ের নিজস্ব কর্মকর্তারাও পদোন্নতি পেয়ে সচিব হওয়ার সুযোগ পাবেন। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০০৯ সালের আইন সংশোধন করে ‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া অনুমোদন করা হয়। রাষ্ট্রপতি সই করতেই তা অধ্যাদেশ আকারে জারি করা হবে। বিদ্যমান আইনে বলা আছে, নির্বাচন কমিশন সচিবালয় বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিযুক্ত একজন সচিব ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত হবে। এতদিন স্বাধীন নির্বাচন কমিশনের সচিবালয়ে প্রেষণে উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে কর্মকর্তা নিয়োগ করা হত। ইসির নিজস্ব কর্মকর্তাদের সচিব হিসেবে...