এশিয়া কাপের এবারের আসরে যে ৮টি দল অংশ নিয়েছে, তার মধ্যে সবচেয়ে ব্যালেন্স টিম হলো ভারত, শ্রীলংকা এবং আফগানিস্তান। আফগানিস্তান এবং শ্রীলংকা অভিজ্ঞ এবং তারুণ্যের সমন্বয়ে গঠিত। এই দুই দলের ব্যাটিং বোলিং গভীরতা অনেক বেশি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! শক্তিশালী দল গঠন করেও নির্দিষ্ট দিনে সেরা খেলাটা উপহার দিতে না পারায়; সুপার ফোরের আগেই বিদায় নিতে হয়েছে আফগানিস্তানকে। ১৯ সেপ্টেম্বর আবু ধাবিতে বাংলাদেশের বিপক্ষে ১৫৫ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের কারণে মাত্র ৮ রানে হেরে যায় আফগানিস্তান। সেই ম্যাচে হেরে কঠিন সমীকরণের মুখোমুখি হয় তারা। অথচ সেই ম্যাচটি ছিল বাংলাদেশের বাঁচা-মরার লড়াই। হারলেই বাদ পড়ে যেত বাংলাদেশ। গতকাল আবু ধাবিতে শ্রীলংকার মুখোমুখি হয় আফগানরা। এই ম্যাচটি ছিল আফগানদের জন্য বাঁচা মরার লড়াই। এই লড়াইয়ে ইনিংসের শুরুতে...