মালয়েশিয়ার শীর্ষ পাঁচটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা এখন দেশীয় চীনা শিক্ষার্থীদের ছাড়িয়ে গেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেদাহ এডুকেশন এক্সকো প্রফেসর ড. হাইম হিলম্যান আবদুল্লাহ। সম্প্রতি সিনচেউ-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। ২০২৪ সালের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের (এমওএইচই) ডেটা অনুযায়ী, ইউনিভার্সিটি মালায়া (ইউএম), ইউনিভার্সিটি সাইন্স মালয়েশিয়া (ইউএসএম), ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম), ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (ইউটিএম) এবং ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ায় (ইউপিএম) বর্তমানে মোট শিক্ষার্থীর ২১.৩ শতাংশই আন্তর্জাতিক। এই পাঁচটি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮,৩৮৮ জনে। এর মধ্যে শুধু চীন থেকেই এসেছে ৩০,৭১৪ জন। এরপর রয়েছে ইন্দোনেশিয়া (৪,১৪৫), ইরাক (২,০৯৮), বাংলাদেশ (প্রায় ১,২০০), এবং যুক্তরাষ্ট্র থেকে মাত্র ৯১ জন। তুলনামূলকভাবে, জাতীয় পর্যায়ে ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীর গড় হার মাত্র ৮.৭২ শতাংশ। প্রায় ১,২০০ বাংলাদেশি শিক্ষার্থী বর্তমানে এই...