লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে যাচ্ছে ইসরায়েল। দখলদারদের সেনাবাহিনী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহ নিজেদের পুনর্গঠনের চেষ্টা চালানোর কারণে লেবাননের কয়েকটি স্থানে হামলা করা হবে। ইসরায়েলি সেনাবাহিনীর আরবী মুখপাত্র কর্ণেল আভিচায় আদ্রি এক্সে দেওয়া বিবৃতিতে বলেন, ‘দক্ষিণ লেবাননের বাসিন্দাদের প্রতি জরুরি বার্তা। হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এখানে হামলা চালানো হবে। কারণ তারা এই অঞ্চলে তাদের কার্যক্রম পুনরায় চালানোর চেষ্টা করছে।’ ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালায়। এরপর তাদের সহায়তা করতে পরের দিন ইসরায়েলের সীমান্ত এলাকায় বিক্ষিপ্ত হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ। ওই সময় হিজবুল্লাহর তৎকালীন প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল।আরও পড়ুনআরও পড়ুনরাফায় বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত এরপর দুই পক্ষের মধ্যে নভেম্বরে যুদ্ধবিরতি হলেও, ইসরায়েল লেবাননে হামলা...