কায়রোর নীলনদের তীরে, ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস মাদীনাতুল বুঊস এ ছড়িয়ে পড়েছে এক অনন্য আধ্যাত্মিক আবহ। পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত কায়রো মিসরের উদ্যোগে আয়োজিত হলো মহিমান্বিত কনফারেন্স ২০২৫। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাদ যোহর, নবীপ্রেমে উজ্জ্বল এ সমাবেশে মিলিত হয়েছিলেন বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ নানা দেশের শিক্ষার্থীরা। সম্মেলনের সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত মিশর শাখার সহ-সভাপতি আম্মার হোসাইন মিমন। বিশেষ অতিথির আসন আলোকিত করেছিলেন বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইত্তেহাদ-এর সাবেক উপদেষ্টা ড. মুহাম্মদ শিহাব উদ্দিন আজহারী, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইত্তেহাদের বর্তমান সভাপতি মোঃ ফখরুল ইসলাম আজহারী অনুষ্ঠান সূচিত হয় মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত ও হামদ-নাত পরিবেশনার মাধ্যমে। ধীরে ধীরে পুরো পরিবেশ ভরে ওঠে রাসূলুল্লাহ সা. এর স্মৃতি, শিক্ষা ও প্রেমের আলোয়। আলোচনা পর্বে অংশ নেন...