১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে স্বতন্ত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অধ্যাদেশ জারির জন্য আগামী সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। এর মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন তারা। গতকাল বৃহস্পতিবার ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। তবে, ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের একাংশ কলেজ অক্ষুণœ রাখার দাবিতে বিক্ষোভ করেছে। সংবাদ সম্মেলনের আগে শিক্ষার্থীরা সাত কলেজকে স্বতন্ত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে স্লোগান দেন। তারা বলেন, কেবল অধ্যাদেশ জারির মাধ্যমেই বিদ্যমান সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।শিক্ষকদের সমালোচনা করে শিক্ষার্থীরা অভিযোগ করেন, যারা কখনো তাদের পাশে দাঁড়াননি, তারাই এখন কলেজগুলোর সমস্যা সমাধানের উদ্যোগে বাধা দেওয়ার চেষ্টা করছেন। তারা আরও বলেন, কিছু শিক্ষক তাদের...