১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম নামের পাশে বেশ মোটা দাগে লেখা ব্যাটসম্যান/ওপেনার। মাঝে মাঝে বল হাতেও চমক দেখান তবে সেটি কালে ভদ্রে। তবে এবারের এশিয়া কাপে পাকিস্তান দলে সাইম আইয়ুবের ভূমিকা নিয়ে অনেকেই বিভ্রান্ত হতে পারেন। কারণ, এই ওপেনার এখন পর্যন্ত আসরে খেলা তিন ম্যাচ এখনো পাননি রানের দেখা। টানা তিন ম্যাচেই আউট হয়েছেন শূন্য রানে। অথচ এই সাইমই বল হাতে নিয়েছেন ৬ উইকেট- পাকিস্তান দলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি! পাকিস্তান দলের কোনো ক্রিকেটারের টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। পাকিস্তানের আরেক টপ অর্ডার ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা চারবার শূন্য রানে আউট হয়েছেন। সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজও একবার টানা তিন শূন্যের তিতা স্বাদ পেয়েছেন। সেটি সাইমের...