এশিয়া কাপ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার সুপার ফোর নিশ্চিত হয়ে যায় ১০১ রান করার পরই (রানরেটের হিসেবে)। এরপরে লড়াইটি হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ আর আফগানিস্তানের। আফগানরা জিতলে শ্রীলঙ্কার সঙ্গে তারা যাবে শেষ চারে, হারলে সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের। ফলে বাংলাদেশের কোটি কোটি সমর্থক শ্রীলঙ্কার জয় কামনা করছিলেন। টাইগার সমর্থকদের হতাশ করেনি লঙ্কানরা। আবুধাবিতে আফগানিস্তানকে ৬ উইকেট আর ৮ বল হাতে রেখে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে পা রেখেছে চারিথ আসালাঙ্কার দল। এতে বাংলাদেশও গেছে সুপার ফোরে, বিদায় হয়ে গেছে আফগানিস্তানের। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৬৯ রান তোলে আফগানিস্তান। জবাবে ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। রান তাড়ায় ভালো শুরু করে শ্রীলঙ্কা। দুই ওভারে তোলে ২২ রান। তবে তৃতীয় ওভারে বল হাতে নিয়েই পাথুম নিশাঙ্কাকে ফেরান আজমতউল্লাহ ওমরজাই।...