এশিয়া কাপে বাংলাদেশ গ্রুপপর্বে দুই ম্যাচ জিতে নিজেদের কাজটা সেরে রেখেছিল। তবে সুপার ফোরের টিকিট কাটতে তাকিয়ে থাকতে হয়েছে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে। সেখানে আফগানদের ৬ উইকেটে হারিয়ে গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে গেছে শ্রীলঙ্কা, আর রানার্সআপ হয়ে এশিয়া কাপে সুপার ফোরে পৌঁছেছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে তিন ম্যাচের সবকটি জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে চ্যাম্পিয়ন দল শ্রীলঙ্কা। তিন ম্যাচের দুটিতে জয়ে ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে সুপার ফোরে খেলবে বাংলাদেশ। ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রশিদ খানের দল। প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ, পরের ম্যাচে ধাক্কা আসে। শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর শঙ্কা জেগেছিল আসর থেকে ছিটকে যাওয়ার। সবশেষ আফগানিস্তানের সঙ্গে জয়ের পর সুপার ফোরে ওঠার লড়াইয়ে টিকে থাকে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের তোলা...