‘ছোট বেলা থেকেই আমি শ্রীলঙ্কার সমর্থক’— সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই দিন আগ থেকেই এমন সব রসিকতা ঘুরে বেড়াচ্ছিল। কেন? কারণ শ্রীলঙ্কা শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দিলেই যে শেষ চারে চলে যেত বাংলাদেশ! শেষ দুই দিনে এভাবে গজিয়ে ওঠা নতুন ‘ভক্ত’দের হতাশ করেনি লঙ্কানরা। ১৭০ রানের বিশাল লক্ষ্য তারা তাড়া করে ফেলেছে ৮ বল হাতে রেখেই। আর তাতেই বিদায়ঘণ্টা বেজে গেল আফগানিস্তানের। শ্রীলঙ্কা তাই শেষ চারে গেল বাংলাদেশকে সঙ্গে নিয়ে। বাংলাদেশের চোখ আছে এই ম্যাচে, সেটা চোখ বন্ধ করে বলে দেওয়া যাচ্ছিল। সেটা আঁচ করতে পেরেছিলেন ধারাভাষ্যকার রাসেল আরনল্ডও। রান তাড়া করার খুব কাছাকাছি শ্রীলঙ্কা, তখন বলেই ফেললেন, ‘এখন প্রত্যেকটা রান উদযাপিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেটে। আমি নিশ্চিত কলম্বোর চেয়েও বড় উল্লাসটা হবে ঢাকায়।’ কুশল মেন্ডিস যখন দ্বিতীয় চারটা মেরে জয়...