আবুধাবীতে খেলছিল শ্রীলংকা-আফগানিস্তান। দুবাইয়ে অধীর আগ্রহ নিয়ে সেই ম্যাচ টিভি স্ক্রিনে দেখছিল বাংলাদেশের ক্রিকেটাররা। কারণ এই ম্যাচে শ্রীলংকার জয়-পরাজয়ে লিটনদের সুপার ওভারে ওঠা নির্ভর করছিল। শেষপর্যন্ত শ্রীলংকা বাংলাদেশকে স্বস্তি দিয়েছে। আফগানদের দেয়া ১৭০ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেটের জয়ে এ গ্রুপে সেরা হয়েছে তারা। এবং বাংলাদেশ গ্রুপ রানার্স আপ হয়ে উঠেছে সুপার ফোরে। শনিবার এই শ্রীলংকার সংগে ম্যাচ দিয়েই সুপার ফোর শুরু করবে বাংলাদেশ। আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে নুয়াম তুষারার পেস তোপে বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। ১৭ ওভারে তাদের স্কোর ছিল ৬ উইকেটে ১১৪। ১৮৩ম ওভারের প্রথম বলে রশিদ খান ( ২৩ বলে ২৪) রান করে আউট হয়ে গেলে মনে হচ্ছিল বড় স্কোর গড়তে পারবে না। কিন্তু অভিজ্ঞ মোহাম্মদ নবি সেখন থেকে ১৬৯ এ নিয়ে যান সংগ্রহকে। ২২...