১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ এএম নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের বিষয়টি আদালতে নেয়া হয়েছে। আদালতের প্রতি আমরা আস্থাশীল। কাজেই সেখান থেকে নির্দেশনা আসুক সে পর্যন্ত অপেক্ষা করি। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেটা আমাদের জন্য বাধ্যবাধকতা হবে। আইনের সাত ধারায় বলা আছে, মামলা গ্রহণযোগ্য হবে না। এখন রিট করা তো মৌলিক অধিকার। এখন পযর্šÍ ১৮টি রিট হয়েছে।গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।ইসি সচিব বলেন, আগামী নির্বাচনে ইসিকে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। আসছে নির্বাচন আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার প্রত্যাশা রেখে সেপ্টেম্বরে তাদের বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। আগামী ২২ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধি দল আসবেন। নির্বাচন পর্যবেক্ষণে...