১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম মিসরের প্রাচীন সমাজে লাশ কাপড়ে জড়িয়ে ‘মমি’ বানানোর কাহিনি পৃথিবীজুড়ে সুপরিচিত। তবে অনেকেই জানেন না, প্রাচীনকালে লাশকে ধোঁয়ায় শুকিয়েও সংরক্ষণ করা হতো। হাজার হাজার বছর আগে চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু প্রাচীন সমাজে লাশ ধোঁয়ায় শুকিয়ে ‘মমি’ বানিয়ে রাখার প্রথা চালু ছিল। একইভাবে দক্ষিণ আমেরিকার চিলিতেও লাশ সংরক্ষণের প্রাচীন নিদর্শন পাওয়া গেছে।দক্ষিণ আমেরিকার আতাকামা উপকূলীয় এলাকার শুষ্ক বাতাস স্বাভাবিকভাবে লাশকে ‘মমি’তে পরিণত করতে পারত। তবে চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গবেষকদের পাওয়া নিদর্শনগুলো মূলত আর্দ্র অঞ্চল থেকে এসেছে। এজন্য গবেষকরা প্রথমে চীন, ভিয়েতনাম, ফিলিপাইন, লাওস, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সমাধিস্থলগুলোতে পাওয়া মানবদেহের কাঠামোর ওপর গুরুত্ব দেন। গবেষণায় এসব দেহাবশেষের ওপর পোড়া দাগ পাওয়া গেছে। বিস্তারিত বিশ্লেষণে বিশেষজ্ঞরা দেখেছেন, এগুলো...