১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে তোলা হচ্ছে বালু। সেই বালু দিয়ে ভরাট করা হচ্ছে নির্মাণাধীন সড়ক, বিদ্যালয়ের মাঠ ও বসতবাড়ির আশপাশ। গেল একমাস ধরে কুষ্টিয়ার কুমারখালীর চাঁদপুর ইউনিয়নের ধলনগর শ্মশান ঘাট ও আশপাশের এলাকা থেকে প্রকাশ্যে বালু তুলছে একটি চক্র। এতে হুমকিতে পড়েছে শ্মশান ঘাট ও পরিবেশ। তবুও প্রশাসনের নিরব ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা। অভিযোগ উঠেছে, কুষ্টিয়ার সদর উপজেলার বিত্তিপাড়ার গোলাম রসুলের ছেলে সবুর আলী এ কাজে যুক্ত। প্রভাবশালী ঠিকাদারদের ছত্রছায়ায় বালু তোলার বিষয় স্বীকারও করেছেন তিনি।গত মঙ্গলবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, চাঁদপুর ইউনিয়নের কুশলিবাসা-ধলনগর বাজার সড়ক ঘেঁষে কালিগঙ্গা নদী। সড়ক ঘেঁষেই ধলনগর শ্মশান ঘাট। শ্মশানের সামনে নদীতে ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে। পাইপের সাহায্যে বালু নেওয়া হচ্ছে কুষ্টিয়া...