১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ এএম বৃহস্পতিবার হুয়াওয়ে টেকনোলজিস এমন একটি হার্ডওয়্যার উন্মোচন করেছে যা বলেছে যে এনভিডিয়ার উন্নত চিপ ব্যবহার না করেই বিশ্বমানের কম্পিউটিং শক্তি সরবরাহ করতে পারে, যা কৃত্রিম বুদ্ধিমত্তায় চীনের স্বনির্ভর হওয়ার আকাক্সক্ষা বাস্তবে পরিণত করতে পারে। শেনজেন-ভিত্তিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠান হুয়াওয়ের এই যুগান্তকারী ঘোষণা প্রেসিডেন্ট শি জিনপিং এবং তার মার্কিন সমকক্ষ ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নির্ধারিত ফোনালাপের ঠিক একদিন আগে এসেছে, কারণ বেইজিং প্রযুক্তিতে স্বনির্ভরতার নীতি অনুসরণ করে মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞা এড়াতে চাইছে। হুয়াওয়ে বলেছে যে তারা স্থানীয় চিপ তৈরির প্রক্রিয়া ব্যবহার করে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ সুপারনোড কম্পিউটিং ক্লাস্টার তৈরি করেছে, পাশাপাশি আগামী তিন বছরে আপগ্রেড করা অ্যাসেন্ড এআই চিপ চালু করার পরিকল্পনাও প্রকাশ করেছে। এই পদক্ষেপগুলি এআই কম্পিউটিংয়ে স্বনির্ভরতা তৈরির এবং...