১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে এক বিরল প্রজাতির ওরকা তিমিকে নিজের মৃত বাচ্চাকে পানির ওপর ভাসিয়ে নিতে দেখা গেছে। হৃদয়বিদারক এই দৃশ্যটি ধরা পড়ে স্যালিশ সাগরের সান হুয়ান দ্বীপপুঞ্জের রোসারিও স্ট্রেইট এলাকায়। গবেষকরা নিশ্চিত করেছেন, জে৩৬ নামে পরিচিত এই মাদি তিমি মৃত বাচ্চাটিকে পানিতে ঠেলে ভাসিয়ে রাখছিল। তবে বাচ্চাটি জীবিত অবস্থায় জন্মেছিল কি না তা পরিষ্কার নয়। ধারণা করা হচ্ছে, জন্মের তিন দিনের মধ্যেই বাচ্চাটির মৃত্যু হয়েছে। ওরকা তিমির শিশু মৃত্যুর হার স্বাভাবিকভাবেই বেশি। তবে ওয়াশিংটন ও কানাডার মধ্যবর্তী অঞ্চলে বসবাসকারী বিরল সাউদার্ন রেসিডেন্ট প্রজাতির অবস্থা বিশেষভাবে সংকটাপন্ন। বর্তমানে এদের সংখ্যা মাত্র ৭৩-এ নেমে এসেছে। গবেষকদের মতে, শিকার কমে যাওয়া—বিশেষ করে প্রিয় খাদ্য চিনুক স্যামন মাছ, সমুদ্র দূষণ এবং জাহাজের...