১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম পেরুতে ১ কোটি ২০ লাখ বছরের পুরনো ডলফিন-সদৃশ মাছের জীবাশ্ম উন্মোচনপেরুর জীববিজ্ঞানীরা ডলফিনের মতো দেখতে এক বিরল প্রজাতির মাছের জীবাশ্ম উন্মোচন করেছেন, যার বয়স প্রায় ১ কোটি ২০ লাখ বছর। জীবাশ্মটি প্রশান্ত মহাসাগরের উপকূলের কাছাকাছি ওকুকাহে মরুভূমি থেকে পাওয়া যায়। এটি আসলে ‘পোরপোয়েজ’ নামে পরিচিত ডলফিন-সদৃশ এক সামুদ্রিক প্রাণীর অবশিষ্টাংশ। ১১.৫ ফুট লম্বা জীবাশ্মটি চলতি বছরের জুলাই মাসে রাজধানী লিমা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিণে পাওয়া যায়। আবিষ্কারক পেরুর জীববিজ্ঞানী মারিও উর্বিনা জানান, এটি অত্যন্ত বিরল এবং সামুদ্রিক জীবাশ্ম গবেষণায় নতুন মাত্রা যোগ করবে। তিনি লিমার জিওলজিক্যাল, মাইনিং অ্যান্ড মেটালার্জিক্যাল ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে এর উন্মোচন করেন। আরেক বিশেষজ্ঞ মারিও গামারা বলেন, এ আবিষ্কার প্রাচীন সামুদ্রিক প্রাণীজগৎ সম্পর্কে নতুন গবেষণার...