রাজধানীর গুলশান থানাধীন নর্দ্দার কালাচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ চারজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গুলশান থানা পুলিশের এ অভিযান পরিচালনা করে। গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ ঢাকাটাইমসকে এ তথ্য জানিয়েছেন। গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক/৫৫ নর্দ্দা, কালাচাঁদপুরের একটি বাসায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে ইয়াবা ও নগদ টাকাসহ আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলো— হেনা আক্তার, সৈকত ইসলাম, সিরাজ আহমেদ রিফাত ও খায়রুল ইসলাম। অভিযানে ১ হাজার ১০০ পিস ইয়াবা, বিক্রির জন্য...