১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম বাংলাদেশ সফরে একটি মাত্র টেস্ট খেলে ওয়ানডে সিরিজ আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত দুটি টেস্ট ম্যাচ খেলতে সম্মত হয়েছে আয়ারল্যান্ড। এই সিদ্ধান্তে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ঘটতে যাচ্ছে এক বিশেষ অধ্যায়। সবকিছু ঠিকঠাক থাকলে সিরিজের দ্বিতীয় টেস্ট হবে মুশফিকুর রহিমের শততম ম্যাচ। বাংলাদেশের হয়ে তিনিই হবেন প্রথম ক্রিকেটার যিনি টেস্ট ক্রিকেটে শততম ম্যাচে নাম লেখাবেন। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টটি ১১ নভেম্বর মাঠে গড়াবে। দ্বিতীয় টেস্টটি হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১৯ নভেম্বর থেকে। শোনা যাচ্ছে, নানা আয়োজনে মুশফিকের শততম টেস্ট স্মরণীয় করে রাখতে প্রস্তুতি নিচ্ছে বিসিবি। এখন পর্যন্ত ৯৮ টেস্ট খেলা মুশফিক ২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক করেছিলেন মাত্র ১৮ বছর বয়সে। লর্ডসে শচীন...