অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এনবিআরের কাজ শুধু রাজস্ব আদায় নয়, সেবা প্রদানও গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি ভালো সেবা দেন, মানুষ ট্যাক্স ও সার্ভিস ফি দেবে। যদি না দেন, মানুষ অর্থ আটকে রাখবে। সেবা না দিয়ে শুধু ধমক দিয়ে কিংবা জোর করে রাজস্ব আদায় করা যাবে না।বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এনবিআর আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনলাইনে এনবিআরের সেবা প্রদানকারী ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো (এনএসডব্লিউ) সিস্টেমের মাধ্যমে ৫ লাখেরও বেশি সার্টিফিকেট প্রদান এবং সর্বোচ্চ ই-রিটার্ন দাখিল করা পাঁচটি প্রতিষ্ঠানকে ট্যাক্স চ্যাম্পিয়ন সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিক, বিশেষ সহকারী আনিসুজ্জামান এতে উপস্থিত ছিলেন। এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এতে সভাপতিত্ব করেন।অর্থ উপদেষ্টা বলেন, ব্যবসা...